top of page
Search

অপরুপা লেডিস বিউটি থেরাপি ,বিউটিশিয়ান জব ট্রেনিং ২০১৭

  • Writer: shikha sarkar
    shikha sarkar
  • May 7, 2017
  • 2 min read

অপরুপা লেডিস বিউটি থেরাপি বিউটিশিয়ান জব ট্রেনিং ২০১৭

অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে মেয়েরা অনেক বেশি সৌন্দর্য সচেতন। তাই বর্তমান ফ্যাশন সচেতনতা ও রূপ সচেতনতার যুগে বিউটিশিয়ানদের রয়েছে ব্যাপক চাহিদা। দুনিয়া জুড়ে এ পেশায় চাহিদা এখন বাড়ছে। তাই বড় বড় শহর এমনকি মফস্বল শহরগুলোতেও এখন অনেক বিউটি পার্লার গড়ে উঠেছে। এ ব্যাপারটাকে মাথায় রেখে যেকেউ এখন শুরু করতে পারেন বিউটি পার্লার ব্যবসা। হতে পারেন একজন সফল বিউটিশিয়ান বা রূপ বিশেষজ্ঞ।

বিউটিশিয়ানরা সাধারণত সেলুন বা বিউটি পার্লারেই বেশি কাজ করে থাকেন। অনেকেই আবার ছোট্ট পরিসরে নিজস্ব গ্রাহক নিয়েই পার্লার শুরু করেছেন। আপনি চাইলে পার্টটাইম অথবা ফুলটাইম কোন বিউটি পার্লারে কাজ করতে পারেন। যেখানে আপনার বেতন হতে পারে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা বা তারও বেশী। আজকাল অনেক ছাত্রীরাই পড়াশোনার পাশাপাশি বিউটিশিয়ান হিসেবে কাজ করছে। মেয়েদের জন্য এ পেশাটি খুব ভালো।

সৌন্দর্যের প্রতি প্রায় সব মেয়েদেরই দুর্বলতা রয়েছে। কাজটাই যেহেতু মেয়েদেরকে নিয়ে তাই এ পেশায় মেয়েদেরই ভালো করার সুযোগ রয়েছে। যাদের ছোটবেলা থেকেই রূপচর্চা তথা সৌন্দর্যের প্রতি আগ্রহ রয়েছে এবং যারা এ বিষয়ে লেখাপড়া করবে তারাই এ পেশায় ভাল করবে। আর চাকরি করতে না চাইলে নিজেই একটি বিউটি পার্লার গড়ে তুলতে পারেন। এটি হতে পারে আপনার বাড়ির কোন একটি ঘরে।

বর্তমানে বিভিন্ন পার্লারে বিউটিশিয়ানদের খুব চাহিদা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় অনেক বিউটিপার্লার আছে যেখানে মহিলা বিউটিশিয়ান দরকার। প্রয়োজন মত অভিজ্ঞ বিউটিশিয়ান পাওয়া যায় না। এ কথা মাথায় রেখে আমরা “বিউটিশিয়ান জব ট্রেনিং ২০১৫” চালু করেছি। এখানে অল্প টাকায় স্বল্প পরিসরে বিউটিশিয়ান জব ট্রেনিং দেওয়া হয়।

এখানে বিউটি পার্লারের বিভিন্ন কোর্সও করানো হয়ে থাকে। শুধুমাত্র মহিলাদেরই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এখানে হেয়ার ড্রেসিং, খোঁপা কাটিং, স্কিন ট্রিটমেন্ট, স্কিন থেরাপি, স্পেশাল মেকআপ, শাড়ি পরা, রিবন্ডিংসহ বেসিক এবং প্রফেশনাল বিউটিশিয়ান কোর্স অল্প টাকায় স্বল্প পরিসরে করানো হচ্ছে। কোর্সটি সম্পন্ন করে নিজেই দাঁড় করাতে পারবেন বিউটি পার্লার। এছাড়াও ক্যারিয়ার তৈরির জন্য সহায়ক ভূমিকা পালন করে এই কোর্স। প্রতি সোমবার থেকে শুক্রুবার অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা এই কোর্স পরিচালিত হয়। কোর্স চলাকালীন এবং শেষে আমাদের পার্লারে কাজের সুযোগ দেওয়া হয়। এতে প্রাক্টিকাল অভিক্ষতা খুব সহজে অর্জন হয়।

ভর্তি প্রক্রিয়া

• ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার তেমন প্রয়োজন হয় না। • সারা বছরে যেকোন সময় যোগাযোগ করা যাবে। • ভর্তির জন্য সরাসরি “অপরুপা লেডিস বিউটি থেরাপি” বিউটি পার্লারে যোগাযোগ করতে হবে। • কোর্স ফির টাকা এককালীন এবং ইন্সটলমেন্টে পরিশোধ করতে হয়। • ভর্তির জন্য প্রথমে অফিসে যোগাযোগ করে ভর্তি ফরম সংগ্রহ করতে হয়। • ভর্তি ফরমের মূল্য ৫০ টাকা।

প্রয়োজনীয় কাগজপত্র

• জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। • ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি।

শিক্ষার্থীদের জন্য

• কোর্সের মেয়াদকাল ১ থেকে ৫ মাস। • প্রত্যেক ক্লাসের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। • কোর্স শেষে সনদপত্র(সাটিফিকেট) প্রদান করা হয়ে থাকে। • কোন ছাত্রী টানা ২ সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল করা হয়।

যোগাযোগ

যাঁরা রূপচর্চা বিষয়ে প্রশিক্ষণ নিতে চান তাঁরা নিচের ঠিকানায় যোগাযোগ করুনঃ

অপরুপা লেডিস বিউটি থেরাপি “উত্তারায়ান এপার্টমেন্ট”, ফারতাবাদ মোড়, গড়িয়া স্টেসন রোড, কোলকাতা-৭০০০৮৪ ফোন : ৯৮৭৪৫৬৯৫৫০, ৯৮৩০০৩০৮৭৩ ইমেলঃ aparupaladies@gmail.com ওয়েবসাইট: www.aparupa.com

...See More


 
 
 
Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook Social Icon

@aparupa ladies beauty therapy 2017

bottom of page